হাস্যময়ীর বেদনা
- সৌম্যকান্তি চক্রবর্তী
হে সদাহাস্যময়ী……
এত বেদনা কি করে
হৃদয়ে রেখেছ লুকিয়ে ?
কি সেই বেদনা -
আমায় বলো না !
রাখছো কেন জমিয়ে ?
অশ্রু চোখের কোনে ;
আর ঠোঁটে তোমার হাসি !
বাইরে হাসছো...হৃদয় তবু ও
কান্নায় গেছে ভাসি !
সময় যারে প্রশমিত
করে যাচ্ছে অবিরত !
তুমি কেন তবু …
আজ বারে বারে -
বাড়াও মনের ক্ষত !
নিয়তি রেখার খেলা -
আর আমরা তার পুতুল -
ভাবি আমরা যা কিছু
অবশেষে হয় ভুল !
বিষপান করে করে
বিষের তো হয় অন্ত !
তুমি ও বোধহয় তাই
হয়ে গেছো নীলকণ্ঠ !
------------/--------/-----------
ভাবাশ্রয়ী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।