সময় লাগে
- সৌম্যকান্তি চক্রবর্তী
প্রেমের প্রথম চিঠি লিখতে
লাগে অনেক সময় -
নতুন পক্ষী উড়তে চাইলে ,
সেও তো সময় নেয় !
শুধু শরীরের কথা নয় ,
চেয়েছি তার হৃদয় -
সময় তো লাগে তখনও
যখন দূরে পাড়ি দিতে হয় !
সম্পর্ক আর সুতো-
এমনই বস্তুদ্বয় !
একবার গিঁট লেগে গেলে
খুলতে লাগে সময় !
আমিও আহত মনের -
পেয়েছি নিরাময় !
যদি ও গভীর ক্ষত -
সারতে লাগতে সময় !
-----------/------------/-----------
ভাবাশ্রয়ী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।