হায় সজনী
- সৌম্যকান্তি চক্রবর্তী
আমি জানি না -
আমি বুঝি না !
কি যে খুঁজি আর
কি যে খুঁজি না -
মন চায় যে ভালোবাসতে
শুধু তোমারই কাছে আসতে -
তবু কেন যে হায় সজনী -
দূরে যেতে হয় -
আজো বুঝি না !
তুমি জানো কি -
মনে পড়ে আজ ,
শুধু তোমাকেই বারে বারে -
ভুলে যেতে চাই -
স্মৃতিগুলো তাও
আমার কি আর পথ ছাড়ে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।