দুঃখিনী মা
- রফিকুল ইসলাম রফিক

মাঝে মাঝে কাকঘুম- চোখ দুটো লাল
উস্কোখুস্কো চুল- শরীর কঙ্কাল
আজো তুই বেঁচে আছিস কালের সাক্ষী হয়ে
আমার দুঃখিনী মা
লুকিয়ে লুকিয়ে কাদিস কেউ দেখে না।
অন্তরে আগুণ, আর চোখ ভরা জল
তবু তোর অবয়ব থাকে উজ্জ্বল
তোর সন্তান- তার, কিছু বোঝে না
অগ্রজের জীবনের দাম অনুজ খোঁজে না।
আজ সেই কালোরাত মা
যে রাতে তোর হৃদয়ের টুকরোগুলো
ছিঁড়ে ছিঁড়ে শকুনেরা গিলে খেয়েছিলো
কী গভীর সেই অন্তর ব্যথা, কেউ জানে না
তোর কনিষ্ঠ সন্তানেরা আজ কিছু মানে না
অথচ তুই হারিয়ে কাঁদিস, পেয়েও কাঁদিস
কান্না তোর- কোনোদিন শেষ হলো না।
আজ সেই কালোরাত মা
জানি তোর- আজ রাতে ঘুম হবে না
তাই তুই- ইচ্ছামতো প্রাণ ভরে কাঁদ
আমার দুঃখিনী মা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।