মনের হদিস
- সৌম্যকান্তি চক্রবর্তী
আমরা যা চাই -
তা কখনো পাই কি ?
আমরা যা পাই -
তা আমরা চাই না !
চাওয়া পাওয়ার হিসেব
বড়ই গোলমেলে !
মন বড়ই বিটকেল -
সে জানেই না যে
খুশি হবে কি পেলে !
করি অনেক সাধ্য সাধনা -
তবু ও মনের হদিস মেলে না !
করছি মনঃসংযোগ !
যদি মিলে যায় সুযোগ -
এ মনের কথা জানার !
তার কি চাওয়ার আর
কি পাওয়ার !
চেষ্টা করেই দেখি ..
সফল হই কিনা ...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।