আকাশ হতে চাই
- সৌম্যকান্তি চক্রবর্তী
অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল !
আর সৌম্যকান্তি আকাশ হতে চায় -
তুমি প্রেমাবদ্ধ করেছো আমায় !
স্বপ্নগুলোকে অলীক করেছ হায় ;
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি -
আকাশের তারা হয়েই শুধু আছে !
আমি কিন্তু আকাশ হবই -
সীমাবদ্ধতা আমার ধাতে নেই !
আকাশ এখানে শুধুই একটা উপমা -
আকাশ মানে শুধু অসীমের ধারণা !
আমি থাকব সীমাবদ্ধতা পেরিয়ে -
জীবনের যত সমস্যাকে এড়িয়ে ;
হয়তো তবু ও আকাশ হওয়া যাবে না !
তবু ও থাকব ----
সীমার মাঝে অসীম হয়ে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।