শব্দ , ট্রেন , জীবন এবং ঘুম
- সৌম্যকান্তি চক্রবর্তী

ঠকঠাক দুমদাম
অবিরাম শব্দ -
কেউ তাতে খুশি হয় -
কেউ হয় জব্দ !
কেউ কাঁপে অবিরাম -
রোগ নিয়ে শয্যায় !
কেউ করে উসখুস -
অভ্যাস মজ্জায় !
রাত জাগে লোকে
ট্রেণ অবিরাম ছুটছে !
ট্রেন আজ নেই বুঝি ?
তাই ঘুম চটছে !
স্টেশনেতে একদিন
ট্রেণ হল বন্ধ !
বাসিন্দা ছিল যত
হারাল যে ছন্দ !
জানো না কি
রাত্রেতে লোকালটা যায়নি
তাই তো আমার কাল
ভাতখিদে পায়নি !
মাঝরাতে মালগাড়ি
স্টেশনেতে দাঁড়িয়ে !
তাইতো আমার ব্যাটা
ঘুম গেল হারিয়ে !
ট্রেনের ভিতরে লোক
ঘুমায় না বড় !
বাইরের লাগোয়া লোক
অভ্যাসেতে জড়ো !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।