ইচ্ছা ছিল তোমার আমাকে দেওয়ার
- অরুণ কারফা
ইচ্ছা ছিল তোমার আমাকে দেওয়ার
বেশি কিছু নয় কেবলি একটা ফুল
প্রত্যাখ্যান করলেও সেই উপহার
বলতে কিন্তু হয়নি তাই বলে ভুল।
ফুল নয় ফুল নয় দাও চারা ছোট্ট
দুজনার মাঝে সে, যে রবে অবশেষে
ধরায় পড়ে, অন্যের সমাধিতে কষ্ট
করে, পুঁতবে সেটারে প্রদীপ্ত হরষে।
একদিন সকল বঞ্চনা প্রবঞ্চনা
পরাজিত করে মানুষ দাঁড়ালে লড়ে
সেদিন সবে ভুলে গিয়ে সব লাঞ্ছনা
মহানগরে পথে হাঁটবে হাত ধরে।
গাছটাতে ফুটে উঠবে রক্ত গোলাপ
বুঝবে ক্ষণে সুজনে এ নয় প্রলাপ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।