শূন্য নয়ন
- সৌম্যকান্তি চক্রবর্তী
তুমি ছাড়া শূন্য এখন -
আমার দুটি নয়ন !
সকাল সাঁঝে কোন সুখই
ছোঁয় না আমায় -
তাই -
থমকে গেছে জীবন !
পিপাসিত রাত এসে -
অভিমানে চলে যায় !
দিন ও এসে শুধু
বিষাদের গান গায় !
ঘুম ও আসে না
এই চোখে সারাক্ষন !
জগতেই থাকি তবু
পর হয়ে থাকি !
নিজের ছায়া ও মোরে
দেয় শুধু ফাঁকি !
হাস্যময় দিনগুলোকে ও
অশ্রুজলে ঢাকি !
---------------------------------
ভাবাশ্রয়ী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।