মুক্তগতি
- রফিকুল ইসলাম রফিক
তুই কী জানিস সোনা খুকু দেশের ইতিকথা
কী করে তুই হইলি স্বাধীন মুক্ত বনলতা
মায়ের কোলে শুয়ে নদীর শুনিস কলতান
আকাশ দেখিস আপন মনে কণ্ঠে তুলিস গান।
ছিলো কী আর আগের দিনে এমনতর আশীষ
আকাশ ভরা রাতের তারা চাঁদকে ভালোবাসিস
বান্ধা ছিলো মুখের জবান বান্ধা মনের মতি
রুদ্ধ ছিলো এই বাঙালীর চলা ফেরার গতি।
মুক্ত মনের মুক্ত জাতি কী করে তা মানে
তেজোদ্দীপ্ত একটি ছেলের বজ্র আহবানে
খুললো তালা মনের দুয়ার একটু ফিরে দেখ
প্রতিবাদ আর প্রতিরোধে পুরো জাতি এক।
ন মাস ধরে যুদ্ধ হলো হাজার হাজার জীবনাবসান
অসংখ্য মা-বোনের গেলো সম্ভ্রম আর মান
মুক্তিকামী বীর বাঙালী পায়নি তবু ভয়
লাগাতার এক যুদ্ধ করে ছিনিয়ে নিলো জয়।
হায়েনাদের হলো পরাজয়।
স্বাধীন হলো একটি জাতি বাঙালী তার নাম
তাই খুকু তোর মুক্তগতি পুরাস মনোসকাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।