প্রেমের প্রদীপ
- সৌম্যকান্তি চক্রবর্তী - মুর্শিদাবাদ থেকে প্রকাশিত পুষ্পখেয়া পত্রিকার ১৪২২ সংখ্যায় মুদ্রিত ..

তোমার বিরহব্যথায় - একলা আমার রাত কেটে যায় - নিশি জাগি একা শয্যায় , পাশ ফিরে ফিরে বিনিদ্র বেদনায় ! তোমার বিরহে প্রেমের প্রদীপ নিভু নিভু করে আজো জ্বলে যায় ! যখন থেকে দৃষ্টি হতে করেছ আমায় বিদায় - দিন হয়েছে শূন্য আমার ! রাত্রি মৃতপ্রায় ! দেখতে পাই না চাঁদকে তো আমি তারারা ফোটে না আকাশে ! তোমার বিরহে বাতাস ও কাঁদে , করে শুধু হায় হায় ! তোমার প্রেমে আমার মনে এসেছিল যে খুশির বাহার ! তোমার বিরহে সেই হৃদয় আজ করে হাহাকার ! বাগানের মালি ও নিজের চারাকে অজান্তে করে সংহার ! জানি না কেমন করে - চলে গেছ দূরে ! আমার কিবা দোষ ছিল ! জানব কেমন করে ! জানো না তো তুমি তোমার বিরহে - মর্মবেদনা অশ্রুসম বহে ! ----------------------------- ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।