বর্ষা ও অশ্রু
- সৌম্যকান্তি চক্রবর্তী - কবিতাটি বাংলার কবিতাপত্রের একটি বিশেষ সংখ্যায় প্রকাশিত..
বিনা বৃষ্টিতে বর্ষা হয় না -
সব রাতে সেই রাত হয় না !
জানতে চেয়ো না প্রেমের রহস্য -
আমার কাছে তা অজানা !
আমি ছাড়া কে ভোলাবে তোমার মন ?
আমি কি চিরকাল থাকবো -
তোমার মনের মতন ?
তোমার চোখেতে জল -
করে কেন টলমল ?
নাকি এ তোমার ,
বৃষ্টি রোখার ছল ?
------------------------------
ভাবাশ্রয়ী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।