সুসময় আসেনি
- সৌম্যকান্তি চক্রবর্তী
জানি না হৃদয়ের তার
ছেঁড়ে কেন বার বার !
কত কথা আসে মোর স্মরণে ;
এসেছিলে বধূবেশে -
দেখেছিলে মৃদু হেসে ;
সেই শুভদৃষ্টির লগনে -
দিয়েছিলে ভালোবাসা
বুকভরা নিয়ে আশা !
কত কি যে বলেছিলে গোপনে !
কত না মনের মিল -
দুজনের এক দিল ,
উচ্ছ্বাসে ভেসেছিনু স্বপনে !
হায় সে মধুর কাল -
পেরিয়েছে বহুকাল !
তরী প্রেমস্রোতে আর ভাসেনি !
বিধির বিধান এই -
মানতেই হল সেই !
সুসময় এখনো তো আসেনি !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।