সবুজ মাঠের রাজা
- রফিকুল ইসলাম রফিক

হ্যাঁ, আমি- তার কথাই বলছিলাম তোমায়
সভ্য সমাজের মানুষ, তুমি- চেনো কী তারে?

প্রতিকূল আর বিরূপ আবহাওয়া, মাথায় নিয়ে যে
কেবল দিচ্ছে শ্রম দিনরাত নিয়ত সময়
আমি, তার কথাই আজ- বলছি তোমায়
সভ্য সমাজের মানুষ, তুমি- চেনো কী তারে?
যার ভেতরে লুকায়ে আছে তোমার অস্তিত্ব সব
শেকড় বাকড়।

উড়ন্ত ঘুড়ির মতো উড়ছো কেবল নীল আকাশের গায়
ভুলে গেছো আপন অস্তিত্ব, এ মাটির নাম।
আসলে, জানো কী- তোমার সুতো ঠিক, কোনখানে বাধা
কতখানি শক্ত করে; হাতে কার লাটাইয়ের বাট?

তোমার প্রিয় সব খাবার, চা, কফি, উদর পূর্তির সকল কিছু
জীবনের সাথে মিশে থাকা সব দরকারী উপাদান
তার- প্রতিটি পরতে পরতে রয়েছে যার হাতের পরশ
হ্যাঁ, আমি- তার কথাই বলছিলাম তোমায়
সভ্য সমাজের মানুষ, তুমি- চেনো কী তারে?
সে তো আর কেউ নয়
সে আমার সবুজ মাঠের রাজা বাংলার কৃষক
কেউ ভালো-বাসে না যারে
অবহেলার এক চরমতম উপমা - খ্যাত তার নাম
হ্যাঁ, আমি- তার কথাই বলছিলাম তোমায়
সভ্য সমাজের মানুষ, তুমি- চেনো কী তারে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।