মনটা যদি পাথর হত
- সৌম্যকান্তি চক্রবর্তী
হে ভগবান
যদি আমার এই মনটা
কাচের পরিবর্তে -
পাথর দিয়ে গড়তে ,
তা হলেই ভাল করতে ;
সেটা ভাঙতো ও না ,
ফাটতো ও না ;
রাগতো ও না
হাসতো ও না
দুঃখ পেয়ে বার বার
এমন করে কাঁদতো ও না !
সুখেতে আনন্দের অনুভূতি ,
বা দুঃখেতে কান্নার আকুতি ;
থাকতো না কিছুরই স্মৃতি !
প্রিয়তমার গলিতে ও যেতাম না
ভাগ্যের ফুল ও খুঁজতাম না ,
আর
বোধহয়
কাঁটার মালা ও গাঁথতাম না !
কাগজের ফুলের এই বাগান
নকল গন্ধ আর সৌন্দর্য্য -
সবেই নকলের জয়গান !
তোমাকে আগেই যদি চিনতাম !
তোমার চোখের ভাষা বুঝতাম -
তাহলে
কি আর স্বপ্নের জাল বুনতাম !
------------------------------------------
ভাবাশ্রয়ী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।