চলো অচেনা হই
- সৌম্যকান্তি চক্রবর্তী

চলো , আর ও একবার দুজনা
হয়ে যাই ----
একে অপরের অচেনা !

আমি ও করবো না তোমার কাছে
মন বিনিময়ের কোনো আশা !
তোমার দোদুল্যমান দৃষ্টিতে ও
যেন না থাকে কোনো ভালোবাসা !

আমার কথায় যেন বেরিয়ে না আসে -
হৃদয়ের স্পন্দন !
তোমার নজরে যেন ধরা না দেয় -
ভালোবাসাভরা মন !

তোমার পদক্ষেপ যেন বাধা দেয়
কোন প্রতিবন্ধকতা !
আমাকে ও যেন লোকে বলে
এ যে পরের মাদকতা !

পদে পদে যেন মনে থাকে মোর -
তুমি অতীতের ছায়া !
তুমি হলে মোর ঘটে যাওয়া
অতীত রাত্রিকায়া !

পরিচিতি যদি হয়ে যায় ব্যাধি -
তাকে ভুলে যেতে হয় !
সম্পর্ক যদি বোঝা হয়ে পড়ে -
তাকে ছেড়ে যেতে হয় !

কাহিনী যদি না পায় কোন
সঠিক পরিণতি !
সুন্দর বাঁকে নিয়ে গিয়ে
করে দাও তার ইতি !

------------------------------------
ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।