স্মরণে আছো
- সৌম্যকান্তি চক্রবর্তী

তোমরা আমার স্মরণে আছো
কি করে পারি ভুলতে ?
তোমরা সদা হৃদয়েই থাকো -
স্মৃতিপথে পথ চলতে !

ভুলতে কি পারি প্রাথমিকের তুমি
সেই সঙ্ঘমিত্রা -
যার হাত ধরে সঙ্গীত গেয়ে
প্রেমের পথে যাত্রা !
বন্ধুই ছিলে সেই সফরে !
মধুস্মৃতি আজো তোমায় ঘিরে !

আজো মনে আছে
তোমার হাসি
অবোধ আমায় দেখে !
যখন স্বীকার করেছিলাম -
তোমায় ভালোবাসি !
ভালোবাসোনি আমায় -
শুধু বন্ধুত্বে ছিল নিষ্ঠা !
তোমাকে ও আমার মনে পড়ে
ওগো শর্মিষ্ঠা ----

তোমার স্মৃতি আজো উজ্জ্বল -
বন্ধু সুস্মিতা -
মনে পড়ে সেই আনন্দ দিনে
হাতে হাত রেখে হাঁটা -

টাটকা স্মৃতির সেই দিনগুলি -
মনে পড়ে কি সোনালী ?
তোমাকে ও দিয়েছিলাম মন !
তুমি বোঝোনি আমায় তখন -

আমি তোমাদের কভু কি
ভুলতে পারি ?
হৃদয়ের মাঝে তোমাদের স্থান -
সদাই করি সবারই সম্মান !
ঈশ্বরের কাছে করি প্রার্থনা -
সবাই ভালো থেকো !
স্বামী সন্তান নিয়ে
হয়ে থাকো সংসারী


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।