ভালোবাসি তোমাকেই
- সৌম্যকান্তি চক্রবর্তী

তুমি যে আমার নও -
তাতে দুঃখ নেই !
আমি যে তোমারই -
ভালোবাসি তোমাকেই !

সৌন্দর্যের মহিমা -
কি দারুণ !
কখনো চোখের জল -
কখনো বা আগুন !

তোমার ভুবনভোলানো হাসি
একবার দাও উপহার !
মেহফিলে আসুক আবার
হাজার আলোর বাহার !

জীবন আমার নিষ্প্রদীপ -
তোমার ব্যতিরেকে !
দুঃখ আমার বুঝলে না গো
আমার হাসি দেখে !

================
ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।