এখন শুধু ফেলতে অপেক্ষা পলক
- অরুণ কারফা
এখন শুধু ফেলতে অপেক্ষা পলক
মুক্ত বাতাসের দমকা এক ঝলক
এনে দেবেই মানুষকে মুক্তির স্বাদ
বাজছে ভেরী রণতূর্য বজ্র নিনাদ।
এতদিন জ্বললে পরে রোম নগরী
নীরো বাজাত ঘরে বসে সুরে বাঁশরী
থাকত মানুষ তাকিয়ে গগন পানে
চাইত যাতে বরষ নামে ক্ষণে ক্ষণে।
নয় তবে আর দেরী নয় কোনক্রমে
লড়াই যখন উঠছে ক্রমশঃ জমে
নগণ্য ওরা সংখ্যায় জানতাম আগে
জানতাম না তবে পাব ত্বরায় বাগে।
ওরা ভীত ওরা যদি হয় গদিচ্যূত
আমরা জানি আমরা চাই সাম্য দ্রুত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।