ভালোবাসার দায়
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমায় করেছে আজ অসহায় ,
তোমার ভালোবাসার দায় !
যে ভালোবাসায় অন্তর থাকে না ,
তাকে রাখি কি উপায়ে ?

ভালোবেসে যারে আপন করেছো
জীবনে দিয়েছো স্থান ,
আজ কেন সেই ভালোবাসা ভুলে
করো মান অভিমান ?

জীবনটা এত সহজ নয় -
যতটা মনে কর !
কাঁটা ও মাড়িয়ে যেতে হয় -
ফুল ভেবে ভুল করো !

অনেক কথা বোঝাতে পারি না -
অনেক কিছুই বুঝতে চাও না !
নিজের কথাই ধ্রুবসত্য -
আমি যা যা বলি অর্ধসত্য !

কে বল বোঝাবে তোমায় -
কে বল ভাঙাবে ভুল !
আমারই ভালোবাসার এ দায় !
তাই আমিই দেব মাশুল ;


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।