আপন বলয়
- রফিকুল ইসলাম রফিক
বুকের ভেতরে বসে
চুপিসারে খেলা করে তুষের অনল
নেই সেথা এতোটুকু মায়ার সবুজ
কেউ দ্যাখে না যা- কেউ জানে না
হৃদয় নগর পোড়ে
কতটা গভীর হয়ে
মায়াহীন, অদৃশ্য- অগ্নি থাবায়
কেউ দ্যাখে না যা- কেউ জানে না।
নিজে নিজে, তুই শুধু জানিস
তাই তোর -মরে গেছে মন
পুড়ে গেছে সবুজের সব উপবন
খাঁ খাঁ- আকাশ তোর বৃষ্টিবিহীন
আশার ভেলারা আজ
ডুবে গেছে জীবনের নীল দরিয়ায়
ডালহীন, পাতাহীন
নিষ্প্রাণ বৃক্ষের নিচে- তুই আজ
দাঁড়িয়ে হতাশ।
কষ্টের সময় তোর আর চলে না
সব যেন- ধূসর আকাশ
জীবনের দুপুর তাই সন্ধ্যার আঁধার।
এর পরেও নদীর স্রোত বয়ে যায়
বুকে তার- জলযান চলে
শিল্পীর তানপুরা তবু কথা বলে
ওড়ে পাখী নীল- আকাশের গায়।
আবদ্ধ জলের মাছ তবু খেলা করে
প্রকৃতির মায়াময় ছায়াময় ঘরে
সময়ের ঝড় শেষে
আবার ফেরত আসে নীড়হারা পাখী
নতুন উদ্যমে ফের, বাধে খেলাঘর
আপন নিয়মে চলে আপন বলয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।