জগতের বিধাতা
- সৌম্যকান্তি চক্রবর্তী

যে আকার সেই নিরাকার -
সেই জগতের নিয়ন্তা ,
যে নামে ডাকবে ,
তাতেই সে আসবে !
সেই জগতের বিধাতা ;

সেই আল্লাহ সেই ভগবান -
তিনিই গড সকলের !
হিন্দুই বলো মুসলিমই বলো
আর যদি বল খ্রীষ্টানের !

ভক্তি আর বিশ্বাসের বলে -
ভক্তের কাছে আসেন চলে !
দূরে গিয়ে কি তাঁকে পাবে -
আকুতি যদি থাকে মনে ,
পাবেই যখন হাত বাড়াবে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।