প্রকৃতি
- সৌম্যকান্তি চক্রবর্তী
প্রকৃতি কি অপূর্ব মায়ায় -
পৃথিবী ভরালে ছায়ায় ছায়ায় !
তরুলতা দিলে , বৃক্ষ দিলে -
পর্বত সমুদ্র গেল যে মিলে ;
পাখির কণ্ঠে দিলে সুমধুর
মনোহরণের সংগীত -
মানবহৃদয়ে দিলে ভালোবাসা ,
দিলে আবেগভরা প্রীত ;
পশুদের ও তুমি বুদ্ধি দিয়েছো
দিয়েছো তাদের ও কাজ ,
মানুষকে তবু বোকাই করেছ -
তোমায় ছিন্ন করেছে আজ !
সেই বোকামিতে তুমি যে রুষ্ট -
তাই নিজেকেই করছ নষ্ট !
বৃক্ষছেদনে ব্যতিব্যস্ত -
দূষণে দূষনে তাই সন্ত্রস্ত !
হচ্ছে পৃথিবী তাই -
প্রকৃতি তোমায় খুশি করার
মন্ত্র তো জানা নাই !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।