আমার আমি
- সৌম্যকান্তি চক্রবর্তী

বন্ধুরা সব ফুট কাটে !
আমার সাথে বিবেক হাঁটে ;
বিদ্ধ করে প্রশ্নজালে -
খোঁচা মারে কথার ছলে !

বাগানে ফুল কতই ফোটে -
সৌন্দর্যে সুরভিত ,
সরলতার মেজাজখানাই
মনকে করে প্রীত !

জটিল কথার শব্দবাণে -
মাথায় হয় ব্যামো !
শব্দগুচ্ছ খতম করি ,
করে নমো নমো !

নিজের উপর রাগ করি
আর হাসি মনে মনে ;
কেন আমি এমন হলাম -
আমার এ জীবনে !

শ্রেণীকক্ষে অ আ শেখাই ,
জীবনের এই গণ্ডী
লেখাপড়া না করার ,
ফল এই পাকদণ্ডী !

কত জিনিস শিখতে পারি
কত লোকের কাছে -
আমার আমি আছে যে সেই
আমার মনের কাছে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।