পাশে থেকো শুধু
- আল মামুন মাহবুব আলম - নীল জোছনা ও দুইটি শালিক

যখন দেখি,আমার চারিদিক বন্ধ।
আমার পাশে আছে,সে এক নদী, আর
স্রোত,কখনো কলোকল কখনো মৃদু
লয়ে বয়ে যায়,আমাকে ছুঁয়ে যায়।না,
পারিনা ছুঁতে, অথচ ইচ্ছে করে তা-ই!


যখন দেখি,একটি হরিণ মায়াবী
চোখে আমাকে দেখে ফিরে চলে বনের
ভিতরে সরু পথ ধরে নিজস্ব ঢঙ্গে।
আমি চেয়ে চেয়ে দেখি তার পথ চলা
আমাকে দেখে না।আমি দেখি... বনভূমি।


যখন দেখি,প্রজাপতি আমার ভীরু
ডানা মেলে ঠিক আমারই পাশ ঘেঁষে
করে ওড়াওড়ি, করে। বর্ণিল পাখাতে
কল্পনায় আমি তার কাছে কাছে থাকি।
আমি জানি সে আমার কেউ না,কেউই না...!


আমি বলি, পাশে থেকো শুধু।
আমি বলি,পাশে থেকো শুধু।

ঢাকাঃ১০/১২/২০১২
সন্ধ্যাঃ০৬ঃ৩০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।