» পাঁচটি লিমেরিক-২৫
- কাজী ফাতেমা ছবি

লিমেরিক-১২১ (নির্মম হত্যাকান্ড)

সন্ত্রাসীদের গুলিতে হলো খালি কত মায়ের বুক
বিশ্ব স্তব্ধ হলো, আকাশ বাতাসে নেমে এলো শোক
হায়! কি নৃশংসতার প্রতিশোধ!
মাছুমদের উপর মিটাল ক্রোধ
দৃষ্টান্ত থেকে যাবে ইতিহাসে এমন বিচার হোক।
(17 December 2014 at 20:12)
(১৭ডিসেম্বর পাকিস্তানে পেশাওয়ারে স্কুলে হামলা)

লিমেরিক-১২২ (বিজয় দিবস)

স্বাধীনতার সূর্য এদিনে তো হাসছিল
সবুজ বুকে ঠাঁই নিয়ে আকাশে ভাসছিল
বিসর্জনে প্রাণ লাখে লাখ
অবশেষে বিজয়ের ডাক
এটাই দেশ পতাকা আর বিজয়ের মাস ছিল।
(16 December 2014 at 19:18 )

লিমেরিক-১২৩ (বিজয় দিবসে আলোকসজ্জ্বা)

বিজয়ের আনন্দে আলোকসজ্জ্বায় মেতেছে ঢাকা
লোডশেডিংয়ে তাই বুঝি ঘর আমার আঁধারে মাখা
এই অপচয়ের বলি কি নাম আছে?
পর্যাপ্ত বিদ্যুৎ জমা রাখছেন কাছে?
অতিরঞ্জনে মেতে অপচয় হচ্ছে যে টাকা।
(15 December 2014 at 14:14 )

লিমেরিক-১২৪ (বুদ্ধিজীবি দিবস)

রক্তঝরা মাসটিতে কত ঘটনাই উঠে আসে
যুদ্ধে যারা হারিয়েছিল তা শুধু চোখে ভাসে
সন্তানহারা মা, ভাইহারা বোন
যুদ্ধে গিয়ে হয়ে গেলো খুন
যুদ্ধারা যুদ্ধে নেমেছিল অশুভ ছায়া নাশে।
(14 December 2014 at 14:33)

লিমেরিক-১২৫ (আমার দেশ আমার অহংকার)

মায়ের মতই আপন লাগে আমার দেশের মাটি
মমতায় জুড়িয়ে দেয় মন যখন মাটিতে হাঁটি
বন বাঁদারের গাছগাছালি
কিচির মিচির পাখপাখালি
যে মাটিতে ছিটিয়ে আছে অমূল্য ধন খাঁটি।
(13 December 2014)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।