মন কথনিকা-(৫১-৫৫)
- কাজী ফাতেমা ছবি

মন কথনিকা—৫১
হাসি খুশিতে মেতেছিল আজ ফুলপাখিরা
দর্শক সেজে উপভোগ করেছিল বাকিরা
নাচে গানে আঁকাআঁকিতে বেলা হলো শেষ
আনন্দে আহ্লাদে কেটেছিল আজ দিনটা বেশ।
(16 December 2014 at 19:29)

মন কথনিকা—৫২
শুনো, ঠান্ডা শীতে রিকশা করে ঘুরবে নাকি?
চল যাই চুপি চুপি সবাইকে দিয়ে ফাঁকি
হুড খুলে রিকশায় কুয়াশা মাখব সারা গায়ে
খোলা মাঠে শিশির ছোঁয়া নিব নগ্ন পায়ে।
(19 December 2014 at 20:28)

মন কথনিকা-৫৩
মেজাজ হরহামেশাই করে রাখ রুক্ষ
চোখেতে চোখ রাখলেই মনে পাই দু:খ
মনটা তোমার আঁধারে হয় কি জমকালো
পিছন ফিরে তাকাতেই অন্তর চমকালো।
(14 December 2014 at 14:34)

মন কথনিকা--৫৪
মরণ যেন দাঁড়িয়ে আছেরে আমার দুয়ারে
পা বাড়ালে-ই সে দিয়ে দিবে আমায় ছুঁয়ারে
জীবনের কত বসন্ত গেল রঙ্গ জোয়ারে
হিসাব নিতে বুঝি এই মরণ দাঁড়াল দুয়ারে।
(12 December 2014)

মন কথনিকা-৫৫
মনটা আজ চাইছে ওগো বসব নদীর ধারে
হাতটা ধরে হাঁটব দুজন শীতের বালুচরে
স্বচ্ছ জলে পা ছোঁয়াবো সাদা বকের সাথে
ভয় পাবনা কিছুতে আজ ধরে আছো হাতে।
(11 December 2014)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।