ফ্যাঁকাসে ধবল কুসুম
- রফিকুল ইসলাম রফিক
চাবি যার হাতে তার চোখভরা ঘুম
ভাবতে অবাক লাগে
এই কী আমার সেই ধবল কুসুম!
কুঁড়ায়ে আপন হাতে
একদিন মালা গেঁথে
যারে আমি ভালোবেসে পরেছি গলায়
সোনাভরা জীবনের শিউলি বেলায়
দিয়েছি উজাড় করে
হৃদয়ের ঘরবাড়ি গোছাবাধা চাবি
দলিল দস্তাবেজ করে
আমি- দিয়েছি তারে
আমার পৃথিবী সব মনের জমিন
আর কিছু কক্ষনো ভেবে দেখিনি।
সময়ের চাওয়ার সাথে
জীবনের গতিপথে, পথ হেঁটেছি
জানি না ক্যামন করে
কতোখানি ভুল করেছি
তবে ঠিক, নিশ্চিত- ভুলই করেছি।
বুঝলাম- মানুষ বন্দি হয়
জীবনের ভুল কারাগারে
বিনি সুতোর মালাও
ঠিক ছিঁড়ে যেতে পারে
তাই আজ হারালাম
আপন হাতের গড়া কুসুমের মালা
হাতছাড়া হয়ে গেছে ঘরের চাবি
তালাবদ্ধ হয়ে গেছে মনের দুয়ার।
চাবি যার হাতে তার চোখভরা ঘুম
ভাবতে অবাক লাগে
এই কী আমার সেই ধবল কুসুম!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।