তুমি নেই বলে (গীতিকবিতা)
- সৌম্যকান্তি চক্রবর্তী - অণ্বেষা লিটল ম্যাগাজিন (মেমারি বইমেলায় প্রকাশিত)

তুমি নেই বলে পাখিরা নীরব
গান আজ তাই গায়নি -
তুমি নেই বলে কবিতা নীরস
ছন্দটা খুঁজে পায়নি !

তুমি নেই বলে....

তুমি নেই বলে আকাশ বিধুর
সূর্যটা আজও হাসেনি !
তুমি নেই বলে গানটা গেয়েছি
সুরগুলো ভালো আসেনি !

তুমি নেই বলে....

তুমি নেই বলে প্রকৃতি অলস...
ফুলগুলো তাই ফোটেনি..
তুমি নেই বলে আলোটাও কম
ছবিগুলো ভালো ওঠেনি !

তুমি নেই বলে...

তুমি নেই ঘর মোর ফাঁকা
একাকী জীবনযাপন !
তুমি নেই বলে শব্দের থেকে
নৈঃশব্দ আমার আপন !

তুমি নেই বলে....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।