তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ৫
- অনির্বাণ মিত্র চৌধুরী
– তুমি আমায় কেন এত ভালবাসো?
কি আছে আমার তোমাকে দেবার?
– অত-শত বুঝি না, কারনও খুঁজি না
শুধু জানি তুমি যে আমার, শুধুই আমার।
– আমার তো চাল নেই, চুলো নেই
দামি গাড়ি, টাকা-কড়ি কিছু নেই
– নাই থাক অত কিছু তোমার কাছে
তোমার বুকে আমি থাকবো সুখেই।
– ভেবে দেখো একবার, বারবার, শতবার
ঝড় এলে ভালবাসা টিকবে কি শেষে?
– তুমি যদি থাকো পাশে, হাত ধরো ভালবেসে
দুইয়ে মিলে এক হয়ে থাকবো মিলেমিশে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।