তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ৬
- অনির্বাণ মিত্র চৌধুরী

– চলো পালাই
– পালাবো? কোথায়?
– যেখানে কেউ পাবে না খুঁজে
যেখানে শুধু তুমি আর আমি —
আর কেউ নেই যে।
–বলো কী?
থাকবো কোথায়? খাবো-ই বা কী?
– তোমার কোলে মাথা রেখে
কাটিয়ে দেবো সারা প্রহর;
হবো তোমার প্রেমে বন্য।
– মাথাটা গেছে তোমার!
– হুম, সে তো তোমারই জন্য।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।