তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ৭
- অনির্বাণ মিত্র চৌধুরী

প্রেরণা হয়ে এসো তুমি,
ছলনা নিয়ে নয়
দু'হাত পেতে চাইছি প্রেম,
করুনা মোটেও নয়।

স্বপ্ন সাজাতে এসো তুমি,
দুঃস্বপ্ন হয়ে নয়
মনজমিনে প্রেমের আবাদ কর,
নীল বিষাদের নয়।

প্রেমে ভাসাতে এসো তুমি,
কান্নায় ডোবাতে নয়
প্রেম জোয়ারে ভাসবো সাম্পান,
ঝড়কে করবো জয়।

প্রণয় সৃষ্টিতে এসো তুমি
প্রলয় সৃষ্টিতে নয়
প্রণয়ডোরে যতন করে রাখো,
হতাশায় মোটেও নয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।