কী করে ভুলে যাই
- রফিকুল ইসলাম রফিক
সাময়িক ঝলকানি দৃশ্যমান মোহনীয় রূপ
আমি ব্যাকুল হলাম- নীরব নিশচুপ
এই তো- সময়ের আসল স্বরূপ
ঝলমলে নিদারুণ খেলা
দেখে দেখে কেটে যায় জীবনের বেলা।
জানি
কিছু কথা, কিছু স্মৃতি, কিছু ক্ষণ
কক্ষনো, কোনোদিন- আসবে না ফিরে
তবু ক্যানো মনে পড়ে তারে
এই মন কাঁদে
ফিরে আসে ছবিগুলো নতুন উন্মাদে
আমি ফিরে যাই, ফিরতে বাধ্য হই
ফেলা আসা জীবনের সোনালী বেলায়
সুধাময় তৃপ্তির শিউলি তলায়।
কী দারুণ ছবিগুলো সেইসব দিন
হৃদয়ের ক্যানভাসে চিত্রিত আছে-
এক পুকুর জোছনার জলে
থরে থরে ফুটে আছে একরাশ পদ্ম
সেই জলে ডুব দিয়ে স্নান সেরেছিলাম
তার সাথে আমি
কী করে তারে ভুলে যাই!
বুঝলাম, সে ছিলো আমার জীবনে
ঝরে যাওয়া মুক্তোর দানা
সবুজ ঘাসের উপর জমে থাকা শিশিরের মতো
হাসিময় বেলা শেষে এমনি হারায়
যতোই উত্তাপ বাড়ে, ততোই নিজেকে লুকায়।
তবু সেই, ছবিগুলো ক্যানভাসে ভাসে
কী করে- তারে ভুলে যাই!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।