বেঁচে থাকা
- নীল কমল

যখন যাবো চলে
বিস্ময়ে চেয়ে রবে নিরব আকাশ
কাঁদিবে সে শ্রাবণের ধারা বুকে
একদিন এই নির্বাক পৃথিবীতে
ছিল যে, আজ আর নেই
তবুও আমাদের ঘুমহীন বেঁচে থাকা...

তবু ব্যথিত ক্লান্ত প্রাণ
বেসেছিলো যারে অনেক আকাশ ভালো
এখনো তার আমলকী শরীরের ঘ্রাণ
ভেসে ভেসে আসে বারেবারে
তারাদের চোখে বিষাদের নিরবতা
পৃথিবীটা আজও সূর্য আলোকময়


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।