স্মৃতির স্তুপ
- সৌম্যকান্তি চক্রবর্তী

স্মৃতির স্তুপে ধুলো জমে -
বসেছে আবর্জনা !
বাস্তবতায় ঠাসা এ মন -
ভুলে তাই আনমনা !

অতীতগুলো কবর দিয়ে -
ভবিষ্যতের স্বপন !
পুরনো গল্প তুলেই রাখো
থাক না তা গোপন !

রাতের শয্যা যাক না ভিজে
অবুঝ অশ্রুকনায় -
দিনের আকাশ হোক ঝলমল
নতুন উদ্দীপনায় !

ধৈর্য্য রাখো নীরব থাকো -
কর নির্মল চিত্ত ;
সুতো কভু আলগা কোরো না
সম্পর্ক যে নিত্য !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।