পয়লা বৈশাখ
- সৌম্যকান্তি চক্রবর্তী

পয়লা বৈশাখ আসছে -
মন খুশিতে ভাসছে !
নতুন ইচ্ছা নতুন আশার
স্বপ্নগুলো হাসছে !

বাঙালির বড় সাধের
নতুন সোনার বর্ষ -
এই নিয়েই তাদের মনে
নব নব হর্ষ !

পৃথিবীর সকল কোনের
সকল বাঙালিকুল !
বাংলা ভাষার বাংলা গানের
গরব করেই ব্যাকুল -

তাদের প্রিয় ভাষা -
তাদের সবার আশা ;
তাদের বাংলা ভাষা !

বাংলা নববর্ষ যেন
নিয়ে আসে সুখ -
সোনার ফসল ফলুক
মাঠে , সরিয়ে দিয়ে দুখ !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।