নকল মুখ
- সৌম্যকান্তি চক্রবর্তী

ব্যস্ত রাস্তার ধারে স্থিত
ধূলোমাখা গাছগুলি -
কি দোষ ওদের ?
জন্মস্থান ভুল ?
না সেই পাখিরা -
যারা ওদের বীজ
এখানে ফেলেছে !

না সেই বাতাস যা
গাছের ফল উড়িয়ে এনেছে ?
যাই হোক ওরা অক্সিজেন দিচ্ছে -
আর আমরা ধূলো দিয়ে ওদের
মুখ বন্ধ করে দিচ্ছি !
পৃথিবীতে তো তাই হয় !
উপকারী আড়ালে থাকে কিংবা
তাদের মুখ বন্ধ করা হয় -
নকল মুখেরা দাপিয়ে বেড়ায় !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।