অণু কবিতা : ১৪১
- সীমান্ত মুরাদ

জলের কল খোলা

পানি পড়ছে

তরল জাতিরা কি আশ্চর্য করে দিয়ে
গ্যালিলিওর পক্ষ নেয় ৷

জলের কল খোলা ৷

স্বাধীন শৌচাগারে কি উন্মুক্ত হয়ে পড়ে হৃদয় ৷

যতটা দৃশ্যমান দেহ
ততটা হৃদয়

ঠান্ডা ভাতে আর মাতৃস্নেহ নেই

রেফ্রিজারেটরকে
মাতৃত্বের শ্রদ্ধা জানাই ৷

কিন্তু যক্ষা আমায় কুড়িয়ে নিল


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।