কে ? কার !
- সীমান্ত মুরাদ

মানসিকতার বিপর্যস্ততার
পূর্ণ ঘূর্ণনের যে
আকস্মিকতা প্রতীয়মান ৷

তা আমার নয় ৷
আমায় নয় ৷

আজকাল মন ভালো থাকে না ৷

কতদিন হলো কেউ নিজ থেকে ডাকে না ৷
কন্ঠে নয় ৷
মুঠোফোনে নয় ৷
ইশারায় নয় ৷
আশায় নয় ৷

অথচ আমি সবাইকে কল দিতাম ৷

খোঁজ নিতাম ৷

দিতাম , নিতাম !
এসব শব্দ অতীতের মূক স্বাক্ষর রাখে ৷

ভর দুপুরে চৈতী হাওয়া বলে গেল ,
" বেঁচে থাকা অর্থহীন " ৷

প্রেমের ধর্মে আমি কট্টর নাস্তিক ৷

বিশ্বাস করুন , আমার চারদিকে কেবল শূন্য ৷
শূন্যময় সবি ৷

হতাশার ধোঁয়ায় প্লাবিত আমি ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।