লাগছে তোমায় মিষ্টি
- সৌম্যকান্তি চক্রবর্তী

তোমার যা ভালো লাগে -
তাই করবো আমি !
তুমি দিনকে যদি রাত বলো
সেটাই বলবো আমি !

যদি না আসতে জীবনে
জীবন কি আর থাকতো ?
পূর্ণ হয়েছে মনের ইচ্ছা -
তোমায় অভিসিক্ত !
তুমি ছাড়া আর জীবনে
চাই না কিছু অতিরিক্ত !

তোমাকেই শুধু চাই -
ভালোবাসা দিয়ে যাই -
যতদিন চোখে আছে দৃষ্টি !
তোমাকেই বলে যাব
মনের কথা আজ !
লাগছে তোমায় বড় মিষ্টি !

----------------------------------

ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।