তোমার প্রেমে (গীতিকবিতা)
- সৌম্যকান্তি চক্রবর্তী

লোকে আমায় পাগল বলে
পাগল বলার দোষ কি বলো ?
পাগল আমি তোমার প্রেমে
তাই তো এ মন টলোমলো !

তুমি জানো তোমায় আমি
কত ভালোবাসি !
তোমার প্রেমের আশায় আমি
ঘুরে ফিরে আসি !
সেই কথাটি শুনতে যদি
বারে বারে বলো !
পাগল আমি তোমার প্রেমে
তাই তো এ মন টলোমলো !

তুমি আমার প্রাণেশ্বরী -
তাই তো তোমায় বলি ;
তুমি ছাড়া এ জীবনে
কেমন করে চলি ?

তুমি ছাড়া আমার কাছে
কি আর আছে বলো -
তোমাকেই এ মন সঁপেছি
তুমি আমার আলো !
পাগল আমি তোমার প্রেমে
তাই তো এ মন টলোমলো;


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।