বিঘ্ন
- সৌম্যকান্তি চক্রবর্তী
একদিন চলন্ত ট্রেন থেকে
নেমে পড়েছিলাম প্লাটফর্মে -
বুঝেছি সেদিন জীবনের দাম
মর্মে মর্মে -
বুকের ভেতরটা ঢিপঢিপ করছিল -
মন বলছিল কি হবে রে সুস্থ শরীরকে
ব্যস্ত করে ? আমার আসলে উপায়ান্তর
ছিল না - নামতেই হত বর্ধমানে -
এক হিজড়া বলে আমায় নেমো না ,
একেবারে যাবে জানে -
আমি জয় মা কালি বলে -
হাত রাখলাম হাতলে ,
স্টেশনের প্লাটফর্মে পা রেখে -
ছুটলাম ট্রেনের সনে -
তারপর কমালাম গতি,
হাত ছেড়ে থামলাম ,
লাফিয়ে উঠে বললাম ,
জয় শ্রীরামকৃষ্ণ !
তুমি ছিলে বলেই
কাটল এ বিঘ্ন !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।