শেষযাত্রা
- সৌম্যকান্তি চক্রবর্তী

আজকের পর তোমার গলিতে
আসবো না প্রিয়তমা -
পারো যদি তবে নিজগুণে
তুমি করে দিও মোরে ক্ষমা !

তোমার আমার দেখা হওয়া
কোনো স্বপ্ন মনে কোরো !
তুমি তো পেয়েছ তাকে -
যাকে আপন মনে করো !
কখনো আমায় এ জীবনে
নাহি বোঝার চেষ্টা কোরো !

শ্রাবণের মেঘ আসবে -
বৃষ্টি ঝরবে অঝোরধারে !
তুমি তো থাকবে আপন
প্রেমিকের বাহুডোরে !
আমি করব শেষযাত্রা
দুঃখকে সাথী করে !

=================

ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।