যদি আমায় ভালোবাসো
- সৌম্যকান্তি চক্রবর্তী - বর্ধমান জেলার সমুদ্ৰগড় থেকে প্রকাশিত সৃজনী পত্রিকার সপ্তম বর্ষ (প্রথম) উত্সব সংখ্যায় মুদ্রিত ..
যদি আমায় ভালোবাসো -
তবে দুঃখগুলো আমায় দিয়ে
তুমি আবার হাসো !
আঁখির সকল অশ্রুকণা -
দাও না আমায় !
নিজের ভেবে আপন করে
নাও না আমায় !
তোমার চোখে কখনো যেন
জল না আসে !
ঠোঁটে হাসি লেগে থাকে যেন
মন খুশিতে ভাসে!
তোমার সকল দুঃখ দিয়ে
থাকো খুশির আবেশে !
তোমার দুঃখে দুঃখী হয়ে
তবেই শান্তি আমার -
তোমার ব্যথা বুকে ঢেকে
তবেই স্বস্তি আমার !
তোমার সকল ব্যথার সমাপনে -
মিলব আবার এই দুজনে,
দুঃখ অতীত ভুলে আবার -
ভাসবো সুখের সোপানে !
=====================
ভাবাশ্রয়ী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।