অশ্রুর বাস্তবতা
- সৌম্যকান্তি চক্রবর্তী

তোমার রুক্ষতা আর
তোমার দাক্ষিন্য -
এতেই একাধারে মৃত্যু,
আর এতেই জীবন ধন্য !

এটাই সেই ঘটনা -
আর এটাই সেই কাহিনী !
যৌবনেই যার সূচনা ;
আর তাতেই শেষের বাণী !

ঠোঁটে তোমার হাসি -
আর আঁখিতে অশ্রুজল ;
বহমান জীবনের কথাই
বলে যায় অবিরল !

বন্ধু জানো কি -
চোখের জলের ...
আসল বাস্তবতা ?
যদি ভাবো সে
নিছকই জল -
গভীরেই পাবে
সত্যতা !

============

ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।