বাংলা তুমি বিভক্ত কেন
- সৌম্যকান্তি চক্রবর্তী
আজো মনে হয় যেন
প্রশ্ন করি বার বার বাংলাকে..
বাংলা তুমি বিভক্ত কেন ?
একই জল, একই বাতাস..
একই ভাষা, একই নিঃশ্বাস..
তবু পৃথক মোরা
শুধুই ভাগ্যের পরিহাসে ?
মরমী হৃদয় কাঁদে ব্যথার বিষাদে !
জানো একদিন দেখেছি স্বপনে..
ঢাকায় ঘুরছি আনমনে ..
ঘুম ভেঙে ভাবি যাঃ..
সে তো বিদেশ..
সেখানে যাবার কথা
ভাবনাবিশেষ ...
একই লোক একই ভাষা..
যেতে তবু লাগে ভাই..
পাসপোর্ট আর ভিসা !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।