সবাই তো সুখে নেই !!!
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমি শুভেচ্ছা দিলাম -
আন্তরিক অভিনন্দন ও নিলাম !
সব ভালো লাগছে , বর্ষবরণ
আনন্দ, উল্লাস, মেলবন্ধন !
কিন্তু বাজার করতে গিয়ে -
দেখি কত লোক রাস্তায় শুয়ে !
কত লোকে চাইছে সাহায্য !
আমরা আনন্দে আছি মেতে -
ওরা দুবেলা পায় না খেতে !
আমি আছি ব্যস্ত পয়সা রোজগারে !
ওদের কি খিদে মেটে ভিক্ষার আহারে ?
এইসব ভাবি আর নিরানন্দ হই -
সুখে আছি ভালো আছি -
ওদের হাল দেখে আর সুখে থাকি কই !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।