প্রশমিত ক্ষত
- সৌম্যকান্তি চক্রবর্তী - মেমারী থেকে প্রকাশিত অণ্বেষা পত্রিকার দ্বিতীয় সংখ্যায় মুদ্রিত

হয়ত পৌঁছে গিয়েছি ..
আজ জীবনের ঊষাকালে -
হত্যাকারীকে চিনে ও
এনেছি নিজের আঙিনাতলে !

সারাটি জীবন খুঁজেছি
আমার প্রেমের গন্তব্য !
গলির শেষে এসে ও
অধরা আছে বক্তব্য !

হাতে আমার করাত আছে
কাঁধে আছে মধুশালা !
এ হল আমার ব্যথার মলম
জুড়াবে সকল জ্বালা !

মূর্তি আছে যে মন্দিরে -
তাতে কেন এলাম ফিরে !
প্রশমিত হওয়া ক্ষত আবার
ব্যথায় দিলাম ভরে !

-------------------------------------

অনুবাদ কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।