আমি ক্ষুব্ধ
- সৌম্যকান্তি চক্রবর্তী
কোনো কথায় আমি
কারোর প্রতি ক্ষুব্ধ !
আমি যদি ও বেঁচে আছি
তবু ও জীবন অবরুদ্ধ !
আমার বন্ধুদের প্রতি
আছে কিছু অভিযোগ !
শত্রুদের সাথে আছে
হয়তো প্রেমের যোগ !
বন্ধুত্ব আর শত্রুতা
উভয়ের প্রতি আমি বিক্ষুব্ধ !
জানি না কখন দেখছি কাকে !
আমি যখনই দেখছি যাকে -
সেই ভাবছে আমি
তার উপরে ক্ষুব্ধ !
আমি জাগ্রত ও নই
নিদ্রিত ও নই !
মনের অন্ধকারে
আমি নিরুদ্দিষ্ট !
আমি ঐ চাঁদের
জ্যোছনার প্রতি রুষ্ট !
=================
ভাবাশ্রয়ী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।