হে কবিতা
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমায় বানিয়ে ফেলো না কবি !
তোমার প্রেমে হে কবিতা -
তোমায় হৃদয়ের দর্পণে !
আমি দেখেছি ক্ষণে ক্ষণে !
তোমার চোখে দেখেছি
প্রেম প্রতি ক্ষণে !
তোমার নজরের তির
বিঁধেছে হৃদয়ের কোনে !

তোমার সোনার বরন রং
তোমার নানারকম ঢং -
তোমার দৃষ্টি নমনীয় -
তোমার অঙ্গ কমনীয় -
তোমার ভালোবাসার কলা -
তুমি জানো কতই লীলা !

তোমার রূপ এই মনোহরণ -
করছে আমার হৃদয় হরণ !
তোমার আনত দৃষ্টি -
শোনে না কোনো বারণ !
তোমাকেই দেব এ মন আমার
এই করেছি যে পণ !

=======================

ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।